প্রকাশিত হলো চূড়ান্ত নির্বাচিত লেখক তালিকা "একুশ অরণি" (যৌথ অণুগল্প সংকলন)
#প্রকাশিত_হলো_চূড়ান্ত_নির্বাচিত_লেখক_তালিকা
একুশ অরণি (যৌথ অণুগল্প সংকলন)
আলহামদুলিল্লাহ!
দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত হলো অমর একুশে গ্রন্থমেলা ২০২১ উপলক্ষে কালের রোদ্দুর প্রকাশন ও নির্বাধ সাহিত্যের ছোটকাগজ এর যৌথ পরিবেশনায় মাজহারুল ইসলাম ও আসআদ শাহীন-এর সম্পাদনায় দেশ হতে ১০০+ গল্প হতে বাছাইকৃত ২১ জন তরুণ গল্পকারদের গল্প নিয়ে যৌথ গল্প সংকলন “একুশ অরণি” এর চূড়ান্ত লেখক তালিকা।
প্রথমেই বিলম্ব হওয়ার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ‘একুশ অরণি’ (যৌথ অণুগল্প-সংকলন)-এ অংশগ্রহণকারী সকল লেখক এবং সুধী পাঠককে আন্তরিক ধন্যবাদ জানাই, যারা নিজেদের মেধা-শ্রম হতে নিঃসৃত সর্বোচ্চটুকু দিয়ে অংশগ্রহণ করে কালের রোদ্দুর ও একুশ অরণি (যৌথ অণুগল্প-সংকলন)-কে অলঙ্কৃত করেছেন। তারপর ধন্যবাদ ও কৃতজ্ঞতা তাদের জন্য , যারা লাইক-কমেন্ট ও নাম মেনশন করে লেখা আহ্বানকে গতিশীল করেছেন। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো সম্মানিত কালের রোদ্দুর প্রকাশন-এর জুরিবোর্ডের সকল বিচারকমণ্ডলীর প্রতি।
সৃষ্টির শুরু থেকে মানুষের মধ্যে সুপ্ত একটা প্রতিযোগিতাবোধ কাজ করেই আসছে। কালের ক্রমবিকাশের সাথে সাথে তা একটা সময় আমাদের দৈনন্দিন কার্যক্রমেরই অংশবিশেষ হয়ে দাঁড়িয়েছে। সাহিত্য সুন্দর এবং স্বচ্ছ আয়নার মতোন যেখানে দাঁড়ালে নিজের এবং নিজের পারিপার্শ্বিক প্রতিবিম্ব খুব সহজেই অনুমেয়। যার দৃষ্টি যত প্রখর তার সংগ্রহ তত বেশি। এই সংগ্রহ এবং চেতনাশৈলীর ওপর নির্ভর করে আমরা এগিয়ে চলেছি 'কালের রোদ্দুর' এর একঝাঁক জোনাক হয়ে।
আমরা ১০০+ লেখার মধ্য হতে নিরপেক্ষভাবে সর্বোচ্চটুকু বাছাই করার চেষ্টা করেছি। প্রায় প্রত্যেকেই ভালো লিখেছেন এবং অনেকেই একদম কাছাকাছি নম্বর পেয়ছেন। প্রথমেই আমরা প্রাথমিক বাছাই তালিকা করে পোস্ট করেছিলাম। তারপর সেখান থেকে সেরা ২১ জনের ২১টি গল্প চূড়ান্ত হিসেবে নির্বাচন করেছি।
চিন্তা,ভাবনা, দর্শন মানুষে মানুষে বিচিত্র হয়। আমরা সবশ্রেণীর মানুষের চিন্তাবোধকে শ্রদ্ধা জানাই।তবে বই প্রকাশের স্বার্থে আমাদের যে বিধি অনুযায়ী চলতে হয় সেভাবে চলেছি বিধায় সকলের লেখাকে একইসঙ্গে উপস্থাপন করতে সক্ষম হয়ে উঠিনি। স্থান কাল পাত্র ভেদে সকল লেখা একই প্লাটফর্মে নিয়ে আসা সম্ভব নয়। সুতরাং, আমাদের এ সিদ্ধান্ত ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা রাখি।
❑ নির্বাচিত লেখকগণ আপনারা নিজ নিজ ছবি এবং সংক্ষিপ্ত পরিচিতি সাথে কুরিয়ার সার্ভিসের ঠিকানা পাঠাবেন।
মেইল: arfasadibnsahin@gmail.com
১/
সুবন্ত যায়েদ
গল্প: স্বাধীনতার বেলুন ও ক্যাকটাস বন
২/
হাফিজুর রহমান
গল্প: মানবাধিকার
৩/
মো: আসাদুল আমীন
গল্প: স্বপ্নীলের শৈশব
৪/
মহতামীম হাসান মীম
গল্প: রক্তজবা
৫/
মো: আক্তারুল ইসলাম
গল্প: অস্তিত্ব
৬/
কবির কাঞ্চন
গল্প: বাবার স্বপ্ন
৭/
রিফাহ রাফিয়া বারী
গল্প: ইতি
৮/
মুহাম্মদ আরিফ উল্লাহ
গল্প: স্বপ্নভঙ্গ
৯/
জান্নাতুল বাকিয়া ঝুমু
গল্প: একজন মরিয়ম
১০/
তাজরীন তাজ
গল্প: মায়া
১১/
সাখাওয়াত রাহাত
গল্প: একটি ধুলোমলিন ডায়েরি
১২/
মিজানুর রহমান শিব্বীর
গল্প: শ্রাবণের বৃষ্টি
১৩/
কানিজ ফাতিমা জ্যোতি
গল্প: পথচারীর বইমেলা
১৪/
সাকিব প্রধান অনিক
গল্প: ছাদ-বারান্দার গল্পরা
১৫/
আরিফা সানজিদা
গল্প: আক্ষেপের কথপোকথন
১৬/
সোহানুর রহমান
গল্প: দ্বিতীয় ছায়া মানব
১৭/
গোকুল চন্দ্র রায়
গল্প: কলঙ্কিনী
১৮/
আসিফ আহমেদ
গল্প: অশ্রুদীঘির মুক্তি
১৯/
মুহা: কবির হোসেন
গল্প: শিশু মন জাতীয় পদ্মফুল
২০/
নাজমুল মৃধা
গল্প: লীলাবতী
২১/
নাফিস অলি
গল্প: অবনী
[এই পোস্টটি বইটিতে নির্বাচিত সকল গল্পকার এবং কালের রোদ্দুর এর শুভাকাঙ্ক্ষীদের নিজস্ব টাইমলাইনে, অন্যান্য গ্রুপে শেয়ার বা পোস্ট করার জন্য অনুরোধ করা হলো]
❑ বিঃদ্রঃ -প্রিয় লেখক ও পাঠক! আপনাদের নিজ নিজ দুই কপি বই প্রি-অর্ডার করার অনুরোধ রইলো।
❑ বিজয় মাস ও মুজিব শতবর্ষ উপলক্ষে থাকছে প্রি-অর্ডারে ৪০% মূল্যছাড়। প্রচ্ছদ মূল্য ২০০৳। ছাড়মূল্য ১২০৳। কুরিয়ার খরচ ১-৫ কপির জন্য ৫০৳। একের অধিক নিতে চাইলে আমাদেরকে জানাতে হবে। আর টাকা বিকাশ করার পর আমাদেরকে কনফার্ম করবেন।আপনি যে নম্বর থেকে বিকাশ করেছেন তার শেষের কোড নম্বর জানাবেন। প্রি-অর্ডার চলবে আজ থেকে নিয়ে ৫ ই জানুয়ারি পর্যন্ত। আর সর্বোচ্চ প্রি-অর্ডারকারী পাবেন “Mobile repair shop bd" হতে আকর্ষণীয় গিফট।
বিকাশ নম্বর
01834101200 (পার্সোনাল)
প্রয়োজনে যোগাযোগ
01310780501 (প্রকাশক)
01722360838 (সম্পাদক)
❑ জ্ঞাতব্য: এখন পর্যন্ত যারা “তবু মনে রেখো” কাব্যগ্রন্থের প্রি-অর্ডার কনফার্ম করেননি তাদের প্রতি অনুরোধ রইলো দ্রুত কনফার্ম করার জন্য।
অভিনন্দন বন্ধু আসিফ। অনেক অনেক শুভকাম।
ReplyDeleteঅভিনন্দন বন্ধু আসিফ। অনেক অনেক শুভকাম।
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteনির্বাচিত লেখক, সম্পাদকদ্বয় এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন। একুশ অরণির বহুল প্রচার কামনা করছি।
ReplyDelete