আলহামদুলিল্লাহ!
#প্রকাশিত_হলো_চূড়ান্ত_নির্বাচিত_লেখক_তালিকা
প্রথমেই ‘তবু মনে রেখো’ (যৌথ কাব্য-সংকলন)-এ অংশগ্রহণকারী সকল লেখক এবং সুধী পাঠককে আন্তরিক ধন্যবাদ জানাই, যারা নিজেদের মেধা-শ্রম হতে নিঃসৃত সর্বোচ্চটুকু দিয়ে অংশগ্রহণ করে কালের রোদ্দুর ও তবু মনে রেখো (যৌথ কাব্য-সংকলন)-কে অলঙ্কৃত করেছেন। তারপর ধন্যবাদ ও কৃতজ্ঞতা তাদের জন্য , যারা লাইক-কমেন্ট ও নাম মেনশন করে লেখা আহ্বানকে গতিশীল করেছেন। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো সম্মানিত কালের রোদ্দুর প্রকাশন-এর জুরিবোর্ডের সকল বিচারকমণ্ডলীর প্রতি।
সৃষ্টির শুরু থেকে মানুষের মধ্যে সুপ্ত একটা প্রতিযোগিতাবোধ কাজ করেই আসছে। কালের ক্রমবিকাশের সাথে সাথে তা একটা সময় আমাদের দৈনন্দিন কার্যক্রমেরই অংশবিশেষ হয়ে দাঁড়িয়েছে। সাহিত্য সুন্দর এবং স্বচ্ছ আয়নার মতোন যেখানে দাঁড়ালে নিজের এবং নিজের পারিপার্শ্বিক প্রতিবিম্ব খুব সহজেই অনুমেয়। যার দৃষ্টি যত প্রখর তার সংগ্রহ তত বেশি। এই সংগ্রহ এবং চেতনাশৈলীর ওপর নির্ভর করে আমরা এগিয়ে চলেছি 'কালের রোদ্দুর' এর একঝাঁক জোনাক হয়ে।
আমরা ৬০০+ লেখার মধ্য হতে নিরপেক্ষভাবে সর্বোচ্চটুকু বাছাই করার চেষ্টা করেছি। প্রায় প্রত্যেকেই ভালো লিখেছেন এবং অনেকেই একদম কাছাকাছি নম্বর পেয়ছেন। প্রথমেই আমরা প্রাথমিক বাছাই তালিকা করে পোস্ট করেছিলাম। তারপর সেখান থেকে সেরা ৬০ জনের ৬০টি কবিতা চূড়ান্ত হিসেবে নির্বাচিত করেছি।
চিন্তা,ভাবনা, দর্শন মানুষে মানুষে বিচিত্র হয়। আমরা সবশ্রেণীর মানুষের চিন্তাবোধকে শ্রদ্ধা জানাই।তবে বই প্রকাশের স্বার্থে আমাদের যে বিধি অনুযায়ী চলতে হয় সেভাবে চলেছি বিধায় সকলের লেখাকে একইসঙ্গে উপস্থাপন করতে সক্ষম হয়ে উঠিনি। স্থান কাল পাত্র ভেদে সকল লেখা একই প্লাটফর্মে নিয়ে আসা সম্ভব নয়। সুতরাং, আমাদের এ সিদ্ধান্ত ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা রাখি।
❑ নির্বাচিত লেখকগণ আপনারা নিজ নিজ ছবি এবং সংক্ষিপ্ত পরিচিতি সাথে কুরিয়ার সার্ভিসের ঠিকানা পাঠাবেন।
মেইল: arfasadibnsahin@gmail.com
(এটা নম্বর অনুযায়ী সিরিয়াল নয় বরং স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ ক্রমানুসারে সাজানো হয়েছে)
❑ আ
১. আনোয়ারুল ইসলাম
কবিতা: অলিখিত পাণ্ডুলিপি
২. আরিফুর রহমান সাদি
কবিতা: উৎসর্গ
৩.আশরাফ নাদিম চৌধুরী
কবিতা: অনুপ্রেরণা
৪. আল ফয়সাল
কবিতা: উঠোন ভরা ধান
৫. আব্দুল্লাহ আল মামুন
কবিতা: ভালোবাসি
৬. আল মামুন পাটোয়ারী
কবিতা: হয়তো একদিন
❑ ই
৭. ইব্রাহীম সাকি
কবিতা: ময়ূরের পেখমে
৮. ইসতিয়াক ফারহান
কবিতা: কাকতাড়ুয়ার আত্মকথা
৯. ইসতিয়াক আহমেদ
কবিতা: আত্মশুদ্ধি
১০. ইথার বাবু
কবিতা: ইতি দোসর
❑ উ
১১. উম্মে আয়মান
কবিতা: ভালোবাসার অভিলাষ
❑ এ
১২. এ.আর আয়ান
কবিতা: শুনতে কি পাও তুমি
১৩. এ.এইচ অনুভব
কবিতা: আহ্বান
❑ ছ
১৪. ছাবের উদ্দীন ছামি
কবিতা: নিখোঁজ
❑ জ
১৫. জোবায়দা আক্তার জবা
কবিতা: জীবন্ত-হৃদয়
১৬. জান্নাতুল বাকিয়া ঝুমু
কবিতা: মানুষ
১৭. জান্নাতুল নাঈম
কবিতা: বইময় পৃথিবী
❑ ত
১৮. তানভীর তূর্য
কবিতা: একলা বিকেল
১৯. তাসফির ইসলাম (ইমরান)
কবিতা: ছুটি
২০. তানহা ইয়াসমিন
কবিতা: সফলতা কি?
২১. তানজিনা মজুমদার
কবিতা: উবে যাচ্ছে বিশ্বাস
২২. তানজিনা আক্তার জেবিন
কবিতা: কবিতার যত রং
২৩. তাজমিন রহমান
কবিতা: জেনে নিও
❑ দ
২৪. দেওয়ান মামুন
কবিতা: ফেরারি রাত
❑ ন
২৫. নায়ীমা (যুক্তরাষ্ট্র)
কবিতা: অপ্রাপ্তি
২৬. নয়ন
কবিতা: মেঘকন্যার কথপোকথন
২৭. নিশিকান্ত রায়
কবিতা: চেয়ে আছি উল্টো দিকেই
❑ প
২৮. প্রতীক মজুমদার (নীল)
কবিতা: ভিজে যাওয়া রোদ্দুর
❑ ফ
২৯. ফারহানা সুমি
কবিতা: বড় হয়ে গেছি
৩০. ফাতেমা তুজ্ জুহরাহ্
কবিতা: সুপ্ত আমি
৩১. ফারিয়াদ তামিম জিসান
কবিতা: ব্যর্থপ্রেম
❑ ম
৩২. মারইয়াম জামীলা
কবিতা: অতৃপ্ত উন্মাদ
৩৩. মো: মাকছুদুল হাসান আসিফ
কবিতা: আমি একদিন হারিয়ে যাবো
৩৪. মো: মেহরাব হোসেন (সৈকত)
কবিতা: বৃষ্টিস্নাত প্রিয়া (সনেট)
৩৫. মো: নাজমুল হোসেন
কবিতা: তোমার চোখ
৩৬. মাহবুব আলম
কবিতা: আমার কোনো কীর্তি নেই
৩৭. মাহমুদ হাসান
কবিতা: সুখ বৃষ্টি (সনেট)
৩৮. মেহনাজ রহমান
কবিতা: অপরাধী তুমি
৩৯. মহতামীম হাসান মীম
কবিতা: নতুন শহর
৪০. মাহাবুব ইসলাম
কবিতা: জীবন
৪১. মো: রাসেল শেখ
কবিতা: ভাঙা হৃদয়
৪২. মো: সাগর ইসলাম
কবিতা: অলীক অনুতাপ
৪৩. মরিয়ম মিম স্বর্ণা
কবিতা: হাওয়া ছেড়া গান
৪৪. মঈন মাহমুদ
কবিতা: এক মুঠো সুখের আশায়
৪৫. মনিরুজ্জামান রাজীব
কবিতা: সত্য সুন্দর
৪৬. মারুফুর রহমান
কবিতা: স্বাগতম
৪৭. মঞ্জু রানী দাস
কবিতা: অবিদিত
❑ র
৪৮. রাফিয়া জান্নাতুল ফেরদৌস চেতনা
কবিতা: তবুও মনে রেখো
৪৯. রাসেদুল হাসান রাসেল
কবিতা: এবং তুমি
৫০. রহমান জিল্লুর
কবিতা: অদৃশ্য বুনো বেড়াল
৫১. রাকিবুল ইসলাম খান
কবিতা: টান
❑ শ
৫২. শাহাদাৎ হোসেন শাকিল
কবিতা: ঊর্ধ মুখী নিঃশ্বাস
৫৩. শাহরিয়ার শামীম
কবিতা: অজান্তা
❑ স
৫৪. সামিয়া রহমান
কবিতা: সন্ধ্যে নামার আগে
৫৫. সাইমা সাদিয়া
কবিতা: তবু মনে রেখো
৫৬. সাজেদা আল হোসাইনী
কবিতা: শূন্যতা
৫৭. সায়ীদা নুহা
কবিতা: তোমাকে খুঁজি
৫৮. সিদরাতুল মুনতাহা
কবিতা: ধর্ষিতার আর্তনাদ
৫৯. সানজিদা ইয়াসমীন প্রমি
কবিতা: মৃত্যু
৬০. সুপ্ত সাহা
কবিতা: আমি আগন্তুক নই প্রিয়তম বন্ধু তোমার
[এই পোস্টটি বইটিতে নির্বাচিত সকল কবি এবং কালের রোদ্দুর এর শুভাকাঙ্ক্ষীদের নিজস্ব টাইমলাইনে, অন্যান্য গ্রুপে শেয়ার বা পোস্ট করার জন্য অনুরোধ করা হলো]
❑ বিঃদ্রঃ -প্রিয় লেখক ও পাঠক! আপনাদের নিজ নিজ এক কপি বই প্রি-অর্ডার করার অনুরোধ রইলো।
বিজয় মাস ও মুজিব শতবর্ষ উপলক্ষে থাকছে প্রি-অর্ডারে ৪০% মূল্যছাড়। প্রচ্ছদ মূল্য ২০০৳। ছাড়মূল্য ১২০৳। কুরিয়ার খরচ ১/৫ কপির জন্য ৫০৳। একের অধিক নিতে চাইলে আমাদেরকে জানাতে হবে। আর টাকা বিকাশ করার পর আমাদেরকে কনফার্ম করবেন।আপনি যে নম্বর থেকে বিকাশ করেছেন তার শেষের কোড নম্বর জানাবেন। প্রি-অর্ডার চলবে আজ থেকে নিয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত। আর সর্বোচ্চ প্রি-অর্ডারকারী পাবেন “ Mobile repair shop bd" হতে আকর্ষণীয় গিফট।
বিকাশ নম্বর
01834101200 (পার্সোনাল)
প্রয়োজনে যোগাযোগ
01310780501 (প্রকাশক)
01722360838 (সম্পাদক)
0 Comments:
Post a Comment